নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ;: নদিয়া :: শান্তিপুর নৃসিংহ পুর কালনা ঘাট ভাগীরথী নদীতে মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এক বিশাল আকারের মাছ জাল তুলে দেখেন প্রায় ৫০ কেজি ওজনের মাছ উঠেছে তার জালে। এর পরেই গাল ভরা হাসি ফুটে ওঠে মৎস্যজীবী শখা বর্মনের মুখে । বিশাল আকারের মাছটি দেখার জন্য ছুটে আসে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ।
ভাগীরথী নদীর মৎস্যজীবীরা জানান মাছটির গায়ে সবুজ ছাপ থাকে মাছটির নাম দিয়েছেন তারা মেলেটারি মাছ, যদিও মাছটি বাগার মাছ নামেই পরিচিত।মৎস্যজীবীরা এও জানান আজ থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে এই ধরনের মাছ পাওয়া যেত, ভাগীরথী নদীর জল দূষিত হওয়ার কারণে আর এই ধরনের মাছ পাওয়া যায়নি।