নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বৃহস্পতিবার দুপুরে নদীয়ার চর মাজদিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক মানসিক ভারসাম্যহীন যুবক । মৃত যুবকের নাম শ্রীদাম সরকার বয়স আনুমানিক ২৬ বছর।এই দিন দুপুরে নিজের বাড়ির ঘরে ঝুলন্ত পাখার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।