নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: পৌরসভার জল খেয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠল। মৃত মহিলার নাম সুধা রানী দাস। ঘটনাটি ঘটেছে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে জল খাওয়ার পর ৮ জন অসুস্থ হয়ে ভর্তি হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
১৬ নম্বর ওয়ার্ডেরও এক মহিলা সুধা রানী দাস শক্তিনগর জেলা হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয় এবং শুক্রবার রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারন না জানা গেলেও পরিবার ও স্থানীয় কাউন্সিলরের দাবি পৌরসভার যে টাইম কল রয়েছে, সেই জল খেয়েই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা।