নদী থেকে অবৈধ বালি চুরির অপরাধে গ্রেফতার ১৪, আটক ৪ টি নৌকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহিষাদল :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন কোনো ভাবেই নদী থেকেই অবৈধ বালি ও মাটি কাটা যাবে না। এরপর তৎপর পুলিশ প্রশাসন! সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটা হচ্ছিল ।

গোপন সূএে খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন! সোমবার রাতে মহিষাদল থানার অমৃতবেড়িয়া এলাকায় রুপনারায়ন নদীতে অবৈধভাবে বালি কাটা চলছিল। অপরাধে ১৪ জনকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ। পাশাপাশি ৪ টি নৌকা আটক করে। মঙ্গলবার তাদের হলদিলা মহকুমা আদালতে তোলা হয়।

মহিষাদল ভূমি দপ্তর আধিকারিক চন্দ্রানী ভট্টাচার্য বলেন ” নজরদারি যথেষ্ট পরিমাণে রাখা হয়েছে। মাইকিং চলছে! নজরদারি চলছে বলে পরিনাম দেখতে পেলেন! এখনোও পর্ষন্ত ১৪ জনকে গ্রেফতার করেছি! চারটি নৌকা সীজ করেছি ! সর্তক করার পরও আবারও মাটি চুরি করছিল “!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =