নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দকুমার :: শনিবার ৬,জুলাই :: ছাত্র-ছাত্রীদের অভিযোগ মৃনাল কান্তি ধাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে । স্কুলের নির্দিষ্ট কমন রুম নাই বাথরুম অপরিষ্কার থাকে পরিস্কার করা হয় না। স্কুলের বিদ্যুতের পাখা চলে না পানীয় জলের সরবরাহ নেই ।
স্কুলের ল্যাব ব্যবহার করতে দেওয়া হয় না।নির্দিষ্ট সময়ে পঠন-পাঠনের শিক্ষক পৌঁছায় না এমনকি প্রধান শিক্ষক দেরিতে ক্লাসে পৌঁছায়। কখনো কখনো ক্লাস বন্ধ থাকে শিক্ষক শিক্ষিকার অভাবে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ অভিযোগ একজন মাস্টারমশাই বিপ্লব শাসমল উনার বিরুদ্ধে ছাত্রীদেরকে কুঙ্গিত ও অশোভনীয় কথাবার্তা দেওয়ার অভিযোগ করেছে ছাত্রীরা।
প্রধান শিক্ষক কোন কোন দিন ছাত্রীদের বেশি সময় ক্লাসে বসিয়ে রাখে ক্লাস শেষের পরে। বারবার প্রধান শিক্ষককে মুখে অভিযোগ জানালেও পুলিশের ভয় দেখানো হয় কখন কখনো তাদেরকে তাদের অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।। দেখছি হয়ে যাবে আলোচনায় আছি এই বলে কাটিয়ে দেয়।
বিভিন্ন অভিযোগ বারবার জানিয়ে কোন কাজ না হওয়ায়।ছাত্র-ছাত্রীদের দাবি প্রধান শিক্ষক যেন এই স্কুল ছেড়ে চলে যান।