নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: রবিবার ৬,জুলাই :: নন্দীগ্রামে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার । নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের মঙ্গলচক হিজলী টাইডেল ক্যানেলে ১১ নম্বর ব্লক গেটের কাছে এক মহিলার মৃতদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসীরা ।
সকালে প্ৰাতঃভ্ৰমনে বেরিয়ে প্রথমে দেখতে পায় । নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হয় । ক্যানেল থেকে তুলে নিয়ে যাওয়া হয় মহিলার মৃতদেহটি । মহিলার পরিচয় এখনো জানা যায়নি । পুলিশ ময়নাতদন্ত পাঠিয়েছে ।