নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: আবারও রক্তাক্ত নন্দীগ্রাম। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের সভার পর রক্তাক্ত হল নন্দীগ্রাম। রক্তাক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।যদিও শাসক দলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও।
নন্দীগ্রাম দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো দাউদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সামসুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে প্রাণনাশের চক্রান্ত করেছিল অনুগামীরা বলে অভিযোগ। লোহার রড ও লাঠি দিয়ে চড়াও হয় অনুগামীরা।কোনরকমে সেখান থেকে বেরিয়ে আসে রক্তাক্ত জখম নন্দীগ্রাম দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। এরপর বিষয়টি বিডিও ও নন্দীগ্রাম থানার পুলিশকে জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক বলেন ” ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা লিখিত অভিযোগ পেলে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হবে “। যদিও নন্দীগ্রাম ১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি। নন্দীগ্রামে বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বলেন ” সবে মাত্র খেলা শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচন আরো অনেক দেরি। তার আগে আমাদের অনেক খেলা দেখতে হবে “।