নন্দীগ্রামে বুধবার গভীর রাতে সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ২৩,মে :: বিধানসভা ভোট পরবর্তী হিংসার রেশ এখনও তরতাজা। তারই মাঝে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বুধবার গভীর রাতে সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনায় ফুটছে একদা জমি আন্দোলনের ধাত্রীভূমি।

মৃত মহিলা সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ি। এছাড়াও তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জখম আরও ৭ জনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

সেই সঙ্গে এই নৃশংস হামলার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যদিও এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =