নবগ্রাম থানার জাফরপুর এর দিকে একটি ওমনি গাড়ি অস্থায়ী ব্রিজ দিয়ে আসার সময়ে ব্রহ্মানি নদীতে পড়ে যায়, এতে প্রায় পাঁচ, ছজন ছিলো ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: খড়গ্রাম থানার যাদবপুর থেকে নবগ্রাম থানার জাফরপুর এর দিকে একটি ওমনি গাড়ি অস্থায়ী ব্রিজ দিয়ে আসার সময়ে ব্রহ্মানি নদীতে পড়ে যায়, এতে প্রায় পাঁচ, ছজন ছিলো ।

এরা বহরমপুর থানার জীবন তির মাদ্রাসার ছেলে ছিলো বলে জানা যায়, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে আনছিলো ওই ওমনি গাড়িতে করে বলে জানায় জাফরপুর গ্রামের প্রত্যক্ষদর্শী । ব্রহ্মানি নদীতে জল না থাকার কারনে ওমনি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ।

আহত ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য পাঁচগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় বলে জানায় প্রত্যক্ষদরশীরা। ঘটনাস্থলে দুই থানার পুলিশ উপস্থিত হয়, শেষ পর্যন্ত গাড়িটি খড়গ্রাম থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =