নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার ৩০,জুলাই :: নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫ তম প্রয়াণ দিবস পালন করল ছাত্র সংগঠন AIDSO হলদিবাড়ি ব্লক কমিটি।
মঙ্গলবার শহরের পি ডাব্লিইউ ডি মোড়ে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান AIDSO হলদিবাড়ি ব্লক সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নিলু হক সহ অন্যান্য সদস্যরা।
পাশাপাশি ছাত্র ছাত্রীদের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান জীবনের কথা ছড়িয়ে দিতে হলদিবাড়ি হাই স্কুলের গেটেও ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে বিদ্যাসাগরের ছবিতে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন AIDSO সদস্য প্রদীপ রায় , অনামিত রায় , অভিজিৎ রায় প্রমুখ ।