নবদ্বীপের গঙ্গায় পাঁচ বছরের শিশুকে ফেলে দিয়ে পলাতক সৎ দাদা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: রবিবার ২৩,মার্চ :: জন্মদিনের কেক কেনার নাম করে ছোট ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নবদ্বীপের গঙ্গায় নৌকো থেকে ফেলে দিলো সৎদাদা। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বড়ালঘাটে।

মৃত শিশুর নাম সুব্রত বিশ্বাস। বয়েস পাঁচ বছর। স্থানীয় স্কুল স্বামী বিবেকানন্দ চাইল্ড ইনস্টিটিউটের ইউকেজির ছাত্র।

বাড়ি নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগর পঞ্চায়েতের কপালিপাড়ায়। পরিবার সূত্রে জানতে পারা যায় যে, ছেলের মা বন্দনা বিশ্বাস তার প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে দীর্ঘদিন দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামী জয়দেব বিশ্বাসের সাথে সংসার করে।

প্রথম স্বামীকে ছেড়ে আসলেও প্রথম স্বামীর বড় ছেলে সুমন দত্ত মা বন্দনা বিশ্বাসের বাড়িতে মাঝেমধ্যেই আসতো।

এদিন শনিবার রাত আটটা নাগাদ ছোট ভাই সুব্রতকে কেক কেনার নাম করে পাড়ার ছেলে রাজেশ সরকারের সাইকেল নিয়ে কেক কেনার উদ্দেশ্য রওয়ানা দেয়। যাওয়ার সময় সে সুব্রতর মাসির ছেলেকে সঙ্গে নিলেও পর চরমাজদিয়া বাজারে কিছু খাদ্যদ্রব্য কিনে ছেড়ে দেয়।

এরপর সুমন তার ভাইকে নিয়ে নবদ্বীপ যাওয়ার নৌকোতে উঠে নদী পার করে হঠাৎ ছোট্ট সুব্রতকে নৌকা থেকে নবদ্বীপের গঙ্গায় ফেলে যায়। ইতিমধ্যেই শিশুটির খোঁজে নবদ্বীপের ভাগীরথী তে তল্লাশি শুরু করেছে বিপদ মোকাবিলা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nineteen =