নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মণিপুর রোড এলাকার একটি ইট ভাটার জলাশয়ে। মৃত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর বলে পুলিশ সূত্রে খবর।মৃত যুবকের ডান কানের পাশে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এখানেই কি খুন করা হয়েছে না কি অন্য কোন জায়গা থেকে খুন করে ফেলে রেখে গেছে এখানে।
তা নিয়ে তদন্ত শুরু করেছেন নবদ্বীপের পুলিশ। একই সাথে মৃত যুবককে খোঁজ ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

