নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বৃহস্পতিবার ৩০,নভেম্বর :: নবদ্বীপে রাসের প্রতিমা বিসর্জনে বিপত্তি। ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন। বিসর্জনের সময় হঠাৎ ই প্রতিমার কাঠামো ভেঙে সামনের দিকে পড়ে। সামনের দিকে যারা ছিল অনেকেই চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ ফাঁসিতলা বিসর্জন ঘাটে।
