নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ৫,জুলাই :: পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার অন্যতম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন। শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধাম স্টেশন কে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা হবে।
নবদ্বীপ ধাম স্টেশন কে অমৃত ভারত স্টেশনে রুপান্তরিত করতেই বার বার নবদ্বীপ ধাম স্টেশনে ছুটে আসছেন হাওড়া থেকে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনিশ জৈন। এদিন সকাল এগারোটা পঞ্চাশ নাগাদ নিজের সেলুন কারে করে হাওড়া থেকে ব্যান্ডেল, কালনা হয়ে নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শন করতে ছুটে এলেন।
নবদ্বীপ ধাম স্টেশনে তাঁর সেলুন কার দাঁড়াতেই তিনি সোজা নেমে চলে গেলেন স্টেশন ম্যানেজারের ঘরে। এরপর সেখানেই তিনি রেলের আরপিএফের আধিকারিক এবং অন্যান্য রেলের আরো আধিকারিকদের সঙ্গে প্রায় কুড়ি মিনিট বৈঠক করলেন। বৈঠক শেষ করে বেরিয়ে এসে নবদ্বীপ ধাম স্টেশন কিছুক্ষণ পরিদর্শন করলেন।