সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: আজ বাঙালির আনন্দের দিন, বাংলায় নববর্ষ! উৎসব মুখর বাঙালি , বছরের প্রথম দিন দেখা গেল বিভিন্ন মন্দিরে উপচে পড়ছে মানুষের ভিড়। অনেকেই বছরের প্রথম দিন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।শিলিগুড়ি বিধান মার্কেটের মা ভবানী কালী মন্দির, কোর্ট মোড়ের মায়ের ইচ্ছা কালিবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, মা মনস্কামনা কালী মন্দির ছিল ভক্তদের ভিড়। বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পূজো করতে গিয়েছিলেন অনেক ভক্ত। মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে ফুল বেল পাতা দিয়ে পুজো দেন অনেকেই।
বিভিন্ন মন্দিরের বাইরে ছিল ভক্তদের লম্বা লাইন। অনেকেই জানান বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন। মায়ের কাছে প্রার্থনা বছরটা যেন ভালো কাটুক।