নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: নবমীতে দিঘার সমুদ্র জলোচ্ছ্বাস মজা নিতে এসে পথ দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল হাওড়া দুই পর্যটক যুবক। দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পর্যটক গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষের মৃত্যু হল দুই পর্যটক। দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে নটা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।
মৃত দুই যুবক হাওড়া আন্দুলের বাসিন্দা বলে জানাগেছে। পুলিশ পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে। জানাগেছে, মঙ্গলবার সকালে দুই বন্ধু একটি গাড়িতে করে দিঘার উদ্দেশ্যে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মারিশদা ভাঁইটগড় বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় পণ্য বোঝাই লরির পেছনে ধাক্কা মারে পর্যটকের গাড়িটি। লরির পেছনে দুমড়ে মুচড়ে ঢুকে যায় ওই পর্যটকের গাড়ি।
জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার ওসি সৌমেন গুহ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দ্রুত দু’জনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষনা করেন। মারিশদা থানার পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।
দুর্ঘটনা গ্রস্ত পণ্য বোঝাই লরি ও পর্যটকের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন ” এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে৷ ঠিক কি কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে “।