নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: নবম শ্রেণীর ছাত্রী এক নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মুল অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সোনারপুর থানা এলাকার বাসিন্দা বাপি মজুমদার (৫২)। নির্যাতিতা তারই প্রতিবেশী। নবম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতা দাদু ও ঠাকুমার কাছে থাকত। ধৃতের কাছে অ্যানড্রয়েড মোবাইল ছিল।
তা মাঝেমধ্যে দেখতে চাইত নাবালিকা। সেই সুযোগে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে ও গোপন ছবি তুলে। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তার সাথে সম্পর্ক তৈরি করত।
বুধবার বিকেলে একই ঘটনা ঘটায়। বিষয়টি ঠাকুমাকে জানায়। তারপর তিনি প্রতিবেশীদের জানালে তারা সবাই দৌড়ে আসে। অভিযুক্তকে চেপে ধরলে সে পুরো বিষয়টি স্বীকার করে। ঘটনাটি জানানো হয় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে।