নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২২,ডিসেম্বর :: সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থান বিক্ষোভের অনুমতি সরাসরি হাইকোর্ট কোট দিয়েছে ৭২ ঘন্টা অবস্থান বিক্ষোভের জন্য । তারপরেও কিছু পুলিশ আধিকারিকেরা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের বসার জায়গা দেওয়া হচ্ছে না এবং হাইকোর্ট থেকে পাওয়ার নির্দিষ্ট জায়গায় উনাদের দেওয়া হচ্ছে না । তার পরিবর্তে ওনারা এক বাস্টপে বসে অবস্থান করছেন ।
তাদের সেই বাসটপ থেকেও তোলা হচ্ছে এবং তাদের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে । সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াইএ বাধা দেওয়া হচ্ছে ।এই লড়াই প্রায় প্রায় এগারো মাস ধরে চলছে যেটি নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে হাইকোর্টের বিচারপতির অনুমতি নিয়ে ।
কিছু পুলিশ অধিকারিকেরা বাধা দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে নবান্নের ভেতরে অন্যরা প্রবেশ করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দেওয়া হবে এবং তারা কর্মসূচি শুরু করবে এই মুহূর্তে বাসস্ট্যান্ডের শেডে আছেন।।