নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আজকে হাওড়া দাসনগর থানার সামনে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ প্রদর্শন । নবান্ন অভিযানের দিনে বিজেপি কর্মীদের উপরে পুলিশের অত্যাচার ও রাজ্য সরকারের সার্বিক দুর্নীতির বিরুদ্ধে দুপুর ২ টো থেকে শিবপুর মণ্ডলের কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করে।
শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভের স্লোগান দেন তাঁরা। শিবপুর মন্ডলের সভাপতি মনোজ গোস্বামী অভিযোগ করে বলেন নবান্ন অভিযানের দিনে পুলিশের ভিড়ে তৃণমূলের গুন্ডা বাহিনী মিশে গিয়ে বিজেপির কর্মীদের উপরে ইঁট পাথর ছুঁড়েছে।
পাশাপাশি বিজেপির নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের বেআইনি পদ্ধতিতে গ্রেফতার করা হয়েছিল তাঁরা তাঁর প্রতিবাদ জানাচ্ছেন।
এছাড়াও অভিষেক বন্দোপাধ্যায়কে হুঁশিয়ারী দিয়ে বলেন একজন বিজেপি কর্মীর কপালে গুলি ছুঁড়ে দেখান। আরও বিজেপি কর্মীর জন্ম হবে তাতে। তিনি বলেন যতদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে না সরাতে পারছেন তাঁরা ততদিন তাঁদের এই আন্দোলন চলবে। তিনি দাবি করেন বিজেপি কর্মীরা রক্ত দিতে পিছিয়ে আসে না।