নবান্ন অভিযানে সামিল হতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তমন্নার পরিবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পলাশী :: শনিবার ৯,আগস্ট :: অভয়ার মৃত্যুর এক বছর এবং নদীয়ার কালীগঞ্জের তামান্নার মৃত্যুর আটচল্লিশ দিন হয়ে গেলেও সমস্ত দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাই নদীয়ার মোলান্দি গ্রাম থেকে এদিন নবান্ন অভিযানে সামিল হতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তমন্নার পরিবার।নদিয়ার পলাশী  স্টেশন থেকে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তিলোত্তমার পরিবারের সাথে তারাও বিচার চাইতে মিছিলে শামিল হতে ট্রেনে চড়ে সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে কলকাতা রওনা দিলেন। কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয় তমান্নার। এরপর এখনো পর্যন্ত অধিকাংশ অভিযুক্তই অধরা।

তিনিও নিজের মেয়ের খুনের বিচার সহ অভয়ার বিচার চাইতে আজ কলকাতায় তিলোত্তমার বাবা-মায়ের সঙ্গে পা মেলাবেন নবান্ন অভিযানে। তামান্নার মা সাবিনা বিবি জানান যতক্ষণ না পর্যন্ত ২৪ জন অভিযুক্ত ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত তিনি থেমে থাকবেন না। যেখানে আন্দোলন করতে হয় সেখানে পর্যন্ত তিনি যাবেন।

তাকে কোনমতেই থামানো যাবে না বলেই জানান। একদিকে যেমন নিজের সন্তানকে তিনি হারিয়েছেন অন্যদিকে অভয়ার মা-বাবাও তার সন্তানকে হারিয়েছে। তাই দুই মেয়ের বিচারের জন্য নদীয়া থেকে কলকাতার পথে তামান্নার মা ও বাবা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =