নব্য তৃণমূল কর্মীদের অসৌজন্য মূলক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আদি তৃণমূল কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ১৩,জানুয়ারি :: নব্য তৃণমূল কর্মীদের অসৌজন্য মূলক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আদি তৃণমূল কর্মীরা। ১৯৯৮ সাল থেকে ২০১১ পর্যন্ত যে তৃণমূল কর্মীরা দলের স্বার্থে লড়াই চালিয়ে এসেছিলেন তাদেরকে আজ আর বিশেষ প্রাধান্য দেওয়া হয় না।

পরিবর্তে সরকারে ক্ষমতায় আসার পরে যেসব সুযোগ সন্ধানীরা দলে অনুপ্রবেশ করেছে তাদেরকেই প্রাধান্য দিয়ে হ্নষ্ট পুষ্ট হয়েছে তৃণমূল দল। ‌ একথা আজ আর কারো জানতে বাকি নেই, এমনই অভিযোগ আনলেন আদি তৃণমূল কর্মীরা। সম্প্রতি রায়গঞ্জের ইকো পার্কে একটি পিকনিকের আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন।

তার এই পিকনিকে নেমন্তন্ন পাননি আদি তৃণমূলীদের কেউই । এমন কি জেলা পরিষদের সদ্য প্রাক্তনী সভাধিপতি কবিতা বর্মনও এই নেমন্তন্ন পাননি। তাই ক্ষোভে দুঃখে রায়গঞ্জের ভাটোল সংলগ্ন তিস্তা ক্যানালের পারে পৃথক পিকনিকের আয়োজন করলেন আদি তৃণমূল কংগ্রেস কর্মীরা। ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =