নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: কার্তিক পুজোর আগের দিন গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত নব বিবাহিতদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুমে মেতে উঠলো গোটা রাজ্য ।
নদিয়ার শান্তিপুর কামারপাড়া ও বাদ গেল না । এই এলাকার যুবকরা জানিয়েছে যাদের নতুন বিবাহ হয়েছে এবং বন্ধুবান্ধব সম্পর্কের মধ্যে পড়ে তাদের বাড়িতেই তারা কার্তিক ঠাকুর ফেলছে তাদের পুত্র সন্তান লাভের আশায় । এছাড়াও নিমন্ত্রণ পাওয়ার আশায়ও ।
প্রত্যেক বছরই এই দিনটিতে তারা এভাবেই তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে থাকে। এ বছরও তারা রাত জেগে তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে। দুয়ারে কার্তিক দেখে অগত্যা গৃহস্থ বাধ্য হয়ে কার্তিক পুজো করে থাকে। শুধু শান্তিপুর নয় কার্তিক পূজার আগের দিন গোটা জেলা তথা রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলল দুয়ারে কার্তিক ফেলার এই কর্মসূচি।