নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডেস্ক নিউজ ( নভি মুম্বাই) :: মঙ্গলবার ২১,অক্টোবর :: নভি মুম্বইয়ের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো অন্তত চার জনের, গুরুতরভাবে আহত হয়েছেন আরও দশ জনের বেশি।
সোমবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভাসি এলাকার সেক্টর ৯–এর এক ১৫ তলা আবাসনে। দমকল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের তলাগুলিতে।

ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে চার জন বাসিন্দার মৃত্যু হয় বলে দমকল সূত্রে খবর। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিকটবর্তী এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দমকল কর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ফরেনসিক দল এসে তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় ভবনের ফায়ার অ্যালার্ম ও স্প্রিঙ্কলার ঠিকভাবে কাজ করেনি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানালা ও বারান্দা দিয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন।
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টুইট করে জানিয়েছেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছি।”
দমকল বিভাগ জানিয়েছে, বহুতলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। ফলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযান চালানো হবে। নভি মুম্বইয়ের এই অগ্নিকাণ্ড শহরবাসীকে ফের মনে করিয়ে দিল বহুতলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কতটা মারাত্মক হতে পারে।