নয়ডা ডাউরি ডেথ কেসে অভিযুক্ত এনকাউন্টারে গুলিতে জখম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক / নয়ডা :: রবিবার ২৪,আগস্ট :: নয়ডার বহুল আলোচিত ডাউরি ডেথ কেসে নতুন মোড়। পুলিশের সঙ্গে এনকাউন্টারে প্রধান অভিযুক্ত ব্যক্তি গুলিতে জখম হয়েছে। সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পুলিশি টহলের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তারা আহত হয়।পুলিশ জানিয়েছে, জখম অভিযুক্তকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে নয়ডায় নববধূর রহস্যজনক মৃত্যুর পর তার পরিবারের তরফে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ডাউরি ডেথ (পণ-সংক্রান্ত মৃত্যু) মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই এই অভিযুক্তদের খোঁজে নেমেছিল পুলিশ।

তদন্তকারীরা বলছেন, এটি একটি বড় অগ্রগতি। শীঘ্রই মূল সত্য প্রকাশ্যে আসবে বলে আশাবাদী প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =