নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: নয় দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন তপশিলি আদিবাসী সম্প্রদায় সমাজ কল্যাণ সংগঠনের। এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। তাদের মূল দাবি আদিবাসী এবং তপশিলি এলাকায় রাস্তাঘাট সহ পানীয় জলের আরো বেশি উন্নয়ন করতে হবে।
পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১০০ বছরের পুরনো একটি কবর স্থান রয়েছে সেটার রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়া প্রায় দুই বছর ধরে কাস্ট সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে তপশিলি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের। অবিলম্বে সেই সুরাহা করতে হবে জেলাশাসককে উদ্যোগ নিয়ে। মূলত এইসব দাবিগুলো নিয়ে এদিন জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ এবং পরে একটি ডেপুটেশন দেওয়া হয়।