নয় দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হুগলিতে!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: মঙ্গলবার ১,জুলাই :: গত ২১শে জুন জেলায় তৃনমূলের সাংগঠনিক বেশকিছু রদবদল করা হয়েছে। তার মধ্যে ছিলো হুগলিও। হুগলির যুব সভাপতি ও সহ-সভাপতি সহ মহিলা তৃণমূলের সভাপতি ও ঘোষণা করা হয় সেদিন। সেদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ হয় সেই তালিকা।

সেই তালিকায় দেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অরিজিৎ ব্যানার্জি ও সহ-সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। ঘোষনা দেখে সেদিন রাতেই এই কার্যত উল্লাসে মেতে ওঠেন নব নিযুক্ত যুব সভাপতির অনুগামীরা।

তার সঙ্গেই দেখা যায় নবনির্বাচিত সহ-সভাপতি কেও। কিন্তু হঠাৎই নয় দিনের মাথায় বদলে গেলো পদ। আজ সন্ধ্যায় আবারো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে একটি নতুন করে তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় ন’দিন আগে যাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল তাকে যুব সভাপতি করা হয়েছে।

সদ্য নির্বাচিত যুব সভাপতি অর্থাৎ অরিজিৎ ব্যানার্জি তাকে যুব সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। আপাতত হুগলি জেলার যুব সহ সভাপতি পদ খালি রয়েছে সেখানে। যদিও ন’দিনের মাথায় এরকম ভাবে তালিকা বদলানোর জন্য চর্চা শুরু হয়েছে। অরিজিৎ শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ আর প্রিয়াঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =