নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর : :: সোমবার ২৩,অক্টোবর :: নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর মাহাত্ম্য আজও আকর্ষণীয় দর্শনার্থীদের কাছে। রবিবার থেকে শুরু হল পুজোর সূচনা পর্ব। এদিন হোম যজ্ঞের মাধ্যমে পুজোর সূচনা হয়। এখনও পর্যন্ত পুজো থেকে বিসর্জন সবকিছুই হয় প্রাচীন রীতিনীতি মেনে। পুজোয় অংশগ্রহণ করেন রাজ পরিবারের সদস্যরা। নদিয়া জেলার দূর দূরান্ত থেকে পুজো দেখতে আসেন সাধারণ মানুষ।
প্রাচীনকাল থেকে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ বাড়িতে দেবী দুর্গাকে মহামায়া রূপে পূজিত হয়ে আসছেন। এই প্রসঙ্গে রাজমাতা অমৃতা রায় বলেন, ‘দুর্গা পুজোর অন্যতম প্রধান অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হয় হোমযজ্ঞ। চলবে নবমী তিথি পর্যন্ত। এছাড়াও প্রাচীন রীতি মেনে সপ্তমীর দিন ৭ রকম, অষ্টমীর দিন ৮ রকম ও নবমীর দিন ৯ রকম পদের উপকরণ সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা । এরপর শান্তি পুজো অর্থাৎ নবমী এবং অষ্টমী সন্ধিক্ষণ।