নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১৯,অক্টোবর :: নয় লক্ষ টাকা খরচায় কালীপূজা কোচবিহার জেলার সবচেয়ে বড় পূজা ৪৮ ফিট কালী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সমস্ত বাঙ্গালীদের।কোচবিহার জেলার আর কোথাও এত বড় কালী প্রতিমা দেখা যায় না বলে জানিয়েছেন মাঘপালা পূজা কমিটি। তাই দূর দূরান্তর থেকে মানুষ আসে এই কালীপুজো দেখতে। আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন প্রধান বাসুদেব সরকার, ও পূজা কমিটির সভাপতি অনিল সরকার ।