নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ৮, ডিসেম্বর :: বীরভূমের নলহাটিতে দিনের আলোয় ঘটে গেল দুঃসাহসিক খুনের চেষ্টা। এক কাপড় ব্যবসায়ীর উপর ধারালো চাকু নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই পরিচিত আরও এক কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেই দুই ব্যবসায়ীর মধ্যে তুমুল বচসা বাধে। পরে আবারও ঝামেলা বাধলে অভিযুক্ত রকি আনসারি হঠাৎই চাকু নিয়ে নীলু দত্তের উপর চড়াও হয় বলে অভিযোগ।
গুরুতর আহত নীলু দত্ত নলহাটির ৭ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রকি আনসারীর বাড়ি নলহাটির ২ নম্বর ওয়ার্ডের অশোকপল্লীতে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। আহত নীলুকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
এদিকে অভিযুক্ত রকি আনসারি ঘটনার পরেই এলাকা থেকে পলাতক হয়ে যায়। পুরো ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

