নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: নলহাটি থানার পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ৫০ প্যাকেটে জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি পিকআপ ভ্যান এবং একটি বোলেরো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বাবার নাম হাবুল ঘোষ, বাড়ি নলহাটি থানার অন্তর্গত জয়পুর এলাকায়। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলি নলহাটি সহ আশেপাশের পাথর শিল্পাঞ্চলে পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়ে থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে—কোথা থেকে এই বিস্ফোরক আনা হয়েছিল এবং এর পেছনে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

