নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: বীরভূমের নলহাটিতে পুলিশের সাফল্যজনক বিশেষ অভিযানে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর গতকাল রাত প্রায় বারোটার সময় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদারের নেতৃত্বে ও নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলী-র উপস্থিতিতে নলহাটি–আজিমগঞ্জ রেলগেট সংলগ্ন তেতুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে ধৃতদের কাছে থাকা চারটি বস্তা থেকে সেলোটেপে মোড়ানো মোট ২৫টি প্যাকেটে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দুজন আহমদপুরের বাসিন্দা— সুমন কর্মকার ও নিশা সাহানি। বাকিদের নাম আসগর শেখ (ডাঙ্গাপাড়া) ও খায়রুল আলম (ডিহা কৈগড়িয়া)।
নলহাটি থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। এই ঘটনায় মাদক চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।