নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শুক্রবার ০২,জানুয়ারী :: বীরভূমের নলহাটিতে শুক্রবার সরকারি বাস ও ডাম্পারের সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ নলহাটি থানার অন্তর্গত কলেজ মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালদা থেকে দুর্গাপুরগামী একটি সরকারি বাস ওভারটেক করার সময় সামনে চলা একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে। আচমকা এই সংঘর্ষে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নলহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নলহাটি হাসপাতালে ও রামপুরহাটে পাঠানো হয় চিকিৎসার জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

