নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: ঘটনাটি বীরভূমের নলহাটি র রাধাগোবিন্দপুর মৌজা র ডাঙ্গাপাড়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা গেছে রেল লাইনের কাজ চলছে ওই এলাকায়। তাদের অভিযোগ রাধা গোবিন্দপুর মৌজার বেশ কয়েকটি গ্রাম ডাঙ্গাপাড়া, কাদির পুর সহ বাসিন্দাদের রেললাইন বরাবর একটি ছোট্ট রেলগেট ছিল,।
বিগত প্রায় ৫ বছর আগে ডবল লাইন কাজ করার সময় রেল কর্তৃপক্ষরা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের যাওয়া আসার জন্য বিকল্প পথ বের করবেন,। দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও এখনো তাদের সমস্যার সমাধান হয়নি।
স্থানীয়দের দাবি তাদেরকে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয় প্রতিনিয়ত।
রেল লাইনের ওপারে পঞ্চায়েতের কাজে যেতে হয়, ছোট ছোট ছাত্র ছাত্রীরা স্কুলে যাওয়া-আসা করে, এমনকি গ্রামের মহিলারা কাপড় কাচার বা স্নান করার একমাত্র পুকুর ব্যবহার করতে হয় প্রানের ঝুঁকি নিয়ে।
বর্তমানে রেল কর্তৃপক্ষ তরফ থেকে নতুন আরেকটি লাইনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আজ বেলা ১১টার সময় গ্রামবাসীরা কিছু সময় পর কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখায়, এবং তাদের দাবি তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন।