নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ২২,ডিসেম্বর :: নলহাটি হরিপ্রসাদ স্কুলের খেলার মাঠে নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, স্কুলের খেলার মাঠে বাথরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তারা কোনওভাবেই মেনে নিতে নারাজ।
এই বিষয় নিয়ে স্কুলের প্রতিনিধির সঙ্গে দেখা করতে যান স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্পষ্ট দাবি, খেলার মাঠে কোনও ধরনের স্থায়ী নির্মাণ কাজ করা যাবে না, কারণ এতে মাঠের স্বাভাবিক ব্যবহার নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে ছাত্রছাত্রীদের খেলাধুলার ক্ষতি হবে।
এদিন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণ এবং এক্স আর্মি র সংগঠনের সদস্য রা একত্রিত হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে তারা জানান, খেলার মাঠকে রক্ষা করা অত্যন্ত জরুরি এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনও কাজ না হয়, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত পদক্ষেপ নিতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

