নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৬,সেপ্টেম্বর :: গভীর নিম্নচাপের ফলে বিগত তিন দিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে টানা বৃষ্টিপাত। এর ফলে নদীগুলোতে জলের পরিমাণ অনেকটা বেড়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর ফেরিঘাটে চলছে অবাধে লাইফ জ্যাকেট ছাড়াই নৌকা করে পরিবহন। নেই প্রশাসনের নজরদারী ।নিম্নচাপের ফলে খারাপ আবহাওয়ার কারণে ভাগীরথীর জল বেশ উত্তাল।
নসরতপুরের ভাগীরথীর অপর পাড়ের গ্রামগুলি যেমন ঘোলা পাড়া ফকিরডাঙ্গা ইত্যাদি গ্রামের মানুষজনের পারাপারের একটাই পথ নসরতপুর ফেরিঘাট। খারাপ আবহাওয়ার জন্য নদীতে বেশ ঢেউ তার মধ্যেই চলছে ফেরি চলাচল। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছে ঘাট মালিকরা।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই কাজে হাত লাগালেন নসরতপুর ফেরিঘাটের মালিক হারাধন ঘোষ। আজ তিনি বলেন ফেরি চলাচল বন্ধ রাখলে ওপারের মানুষজন এপারে আসতে পারবে না । তাতে করে তারা অনেক অসুবিধার মধ্যে পড়বেন। তাই একপ্রকার বাধ্য হয়েই জনসাধারণের সুবিধার্থে নৌকা চালাতে বাধ্য হচ্ছি।