নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশিপাড়া :: সোমবার ২৪,মার্চ :: প্রথমে জমি কেনা হবে, তারপর স্কুলঘর নির্মাণ করা হবে, সেখানে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে রাধুনিসহ বিভিন্ন পদে –
এইসব চাকরির লোভ দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারক। এমনকি খুব অল্প সময়ে টাকা দ্বিগুন করে দেওয়ার লোভ দেখিয়েও বহুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক অভিযোগকারীরা জানান, ওই প্রতারকের নাম আসাদুর রহমান মন্ডল।
তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার কামারি গ্রামে। স্যুট-কোট-টাই পরে গ্রামের সাধারণ গরীব মানুষকে বিভিন্ন চাকরির লোভ দেখিয়ে এবং অল্প সময়ে টাকা দ্বিগুন করে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।
অথচ বছর চারেক হয়ে গেলেও কোনও স্কুল তৈরি করেনি, একজনও চাকরি পায়নি এবং একজনও টাকা ফেরত পায়নি। সম্প্রতি নদিয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে ফের টাকা তুলতে এলে ওই এলাকার প্রতারিত লোকজন আসাদুরকে ঘিরে ধরে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে।
আস-পাসের গ্রাম থেকে একের পর এক প্রতারিত লোকজন এসে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। অগত্যা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাকাশিপাড়ার বিলকুমারী ও উত্তর বহিরগাছি গ্রামের কয়েকজনের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিস আসাদুরকে গ্রেপ্তার করে।