নাথুয়া রেঞ্জে জলঢাকা নদীর চরে মৃত অবস্থায় উদ্ধার হলো এক বিশাল হাতির দেহ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১৯,জুলাই :: জলপাইগুড়ির রামসাই সংলগ্ন নাথুয়া রেঞ্জে জলঢাকা নদীর চরে মৃত অবস্থায় উদ্ধার হলো এক বিশাল হাতির দেহ।প্রাথমিকভাবে অনুমান—বজ্রাঘাতে মৃত্যু। ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মিলবে মৃত্যুর প্রকৃত কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =