নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নানুরে। বীরভূমের নানুর থানার বড়া সাওতা অঞ্চলের মোহনপুর গ্রামে এক পরিত্যক্ত বাড়ির পিছন থেকে দু’টি ড্রামে ভরা তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। এলাকার নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুটি ড্রামের মধ্যে আনুমানিক ৩০টি তাজা বোমা ছিল। কে বা কারা এই বিপজ্জনক সামগ্রী রেখে গিয়েছিল—তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। আশেপাশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে।
সিআইডি বোম স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বোমা নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। বিধানসভা নির্বাচনের আগে এভাবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে—এই ঘটনায় কোনও রাজনৈতিক বা অপরাধী চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তাকে মাথায় রেখে পুরো ঘটনাস্থলকে সিল করে তদন্ত চালানো হচ্ছে।

