নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: নাবালক নাবালিকা যুগলের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাতজাংলা পশ্চিমপাড়া এলাকায়। বছর খানেক আগে ১৭ বছরের নাবালক এবং ১৪ বছরের নাবালিকা দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়।
এর পরেই নাবালিকার পরিবার নাবালকের নামে অপহরণের অভিযোগ করে। পালিয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে বাড়ির লোকজন দুজনকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। বিয়ের বয়স না হাওয়ায় নাবালক এবং নাবালিকা দুজনে দুজনের বাড়িতেই থাকে।
হঠাৎ করে তাদের মধ্যে আবার সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানাজানি হতেই নাবালিকার বাড়ির লোকজন নাবালককে ভয় দেখায় এবং হুমকি দেয়।নাবালিকা একথা জানতে পেরেই রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগানে বিষ খেয়ে দুজনে একসাথে আত্মহত্যা করে। অন্যদিকে দুজনের বাড়ি থেকেই খোঁজাখুঁজির পর বাগান থেকে দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।