সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে এলাকার ওই যুবকের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার চেষ্টা করেন এলাকার লোকজন। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে রাস্তায় অভিযুক্তরা তার পথ আটকায়। অভিযোগ, তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি। ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
এদিকে নাবালিকার মা, মেয়ে না ফেরায় খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলা। মহিলাকে দেখে পালায় দুই যুবক। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় লোকজন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
ওই নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে খোঁজ চলেছে ওই যুবকের। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে আশ্বাস পুলিশের ।