নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর লাইনপার এলাকায় গত ৬ জুলাই থেকে এক নাবালিকা নিখোঁজ ছিল।
এরপর গত ৮তারিখ বিকেলে এলাকার বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে এক কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় শুভম বাউরি সহ তার ভাইকে, এর পর গতকাল দুপুরে নাবালিকার পরিবারের অভিযোগের থাকা শুভম বাউরির বোনকে আটক করে,
দীর্ঘক্ষণ জিজ্ঞেসা বাদ করার পর কথাই অসঙ্গতি থাকায় ওই যুবতীকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
আজ ধৃত যুবতীকে আসানসোল আদালতে তোলা হয় , তদন্ত স্বার্থে যুবতীকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে আদালতে।