নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৬,জুলাই :: আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর লাইনপার এলাকায় গত ৬ জুলাই থেকে এক নাবালিকা নিখোঁজ ছিল।
এরপর গত ৮তারিখ বিকেলে এলাকার বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে এক কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। পাশাপাশি শুভমের বাড়ি থেকে মৃত নাবালিকার চটি উদ্ধার হয়।তাই মৃতার পরিবারের অভিযোগ করেছিলেন নাবালিকা কে খুন করেছে শুভম বাউরি ।
পুরো ঘটনার তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গত ১০ তারিখে শুভম বাউরি (১৮) এবং তার ভাই রোহান বাউরি (১৯) কে গ্রেপ্তার করে আসানসোল জেলা আদালতে পেশ করে ৭দিনের পুলিশ হেপাজতে নেয়।
এবার ঘটনাস্থলে আসে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করতে সঙ্গে ছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ফরেনসিক পরিত্যক্ত কুয়ো সহ পুরো ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে দেখা যায় ।