নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: রবিবার ১৩,জুলাই :: কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়বাঘিনী ডিপল হাইস্কুলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপল হাই স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুল হিসেবে পরিচিত। এই স্কুলের প্রিন্সিপাল লাক্সমান লিমা ওই স্কুলের এক নাবালিকার ছাত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার।
এরপর ওই ছাত্রীর বাবা-মা এসে স্কুলে প্রতিবাদ জানায় । স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে পুলিশ। তবে এই বিষয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে স্কুলের প্রিন্সিপাল। ছাত্রীর অভিভাবক তিনি জানান গত এক বছর ধরে আমার মেয়েকে যৌন হেনস্থা করে যাচ্ছিল প্রিন্সিপাল।
বোর্ডের পরীক্ষা থাকার কারণে আমি মুখ খুলতে পারিনি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ রয়েছে। অবশেষে আমরা প্রতিবাদ জানাই এখন কলেজের প্রিন্সিপাল তিনি অস্বীকার করছে যে এমন ঘটনা তিনি ঘটাননি। প্রতিনিয়ত আমার মেয়ের ফোনে অশ্লীল মেসেজ উনি পাঠাতো।
এখনো পর্যন্ত থানায় আমরা অভিযোগ জানায়নি। থানায় অভিযোগ জানাবো। এই ঘটনায় কার্যত ক্ষোভে ফুসছে এলাকার মানুষজনেরা । শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ করতে পারে শিক্ষাঙ্গনের পরিবেশ দিনের পর দিন নষ্ট হয়ে গিয়েছে।