নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৩০,জুন :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার এলাকার ঘটনা, বছর ১৩র নাবালিকা ছাত্রী বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে।
জেঠুর বাড়ি থেকে পড়াশোনা করত বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী বছর ৪২ এর মিজান শেখ গতকাল রবিবার সন্ধ্যেবেলা ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে এমনকি এই কথা যাতে বাইরে না বলে তার জন্য প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।
ওই নির্যাতিতা নাবালিকা পরিবারের সদস্যকে নিয়ে সন্দেশখালির ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন, লিখিত সেখানে বলেছেন বেশ কয়েকবার তাকে এর আগেও ধর্ষণ করা হয়েছে ওই নির্যাতিতার কে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মেডিকেল পরীক্ষা হবে।
অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে তার জবানবন্দি হবে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযুক্ত যুবককে নেজাট থানার পুলিশ আটক করেছে।