নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৩,এপ্রিল :: রাজ্যজুড়ে চলছে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ আন্দোলন। তারই মাঝে নাবালিকা ছাত্রীকে শীলতাহানীর অভিযোগ উঠল বর্ধমানের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের শিক্ষক বিশ্বরুপ দাসকে গ্রেফতার করে বর্ধমান সদর থানার পুলিশ। তার বয়স ৫৬ বছর। তিনি বর্ধমান শহরের পাঁচ নম্বর ইচ্ছলাবাদের বাসিন্দা।
অভিযুক্ত শিক্ষককে তোলা হয় বর্ধমান জেলা আদালতে । শিক্ষকের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করে।
পরিবারের দাবি, বিভিন্ন অছিলায় ষষ্ঠ শ্রেনীর এই নাবালিকা ছাত্রীকে স্কুলের মধ্যে সংবেদনশীল জায়গায় স্পর্শ করত। বাড়িতে না জানানোর জন্য ভয় দেখাতেন অভিযুক্ত শিক্ষক। এ বিষয়টি নাবালিকা তার পরিবারের লোকজনকে জানালে, পরিবারের পক্ষ থেকে তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষিকের কাছে অভিযোগ জানায়।
অভিযোগ জানানোর পরেও শিক্ষক তার সভাবে বদল করেনি। এর জেরে শুক্রবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় ছাত্রীর পরিবার। এরপরেই বর্ধমান সদর থানায় অভিযোগ জানানো হলে গ্রেফতার করা হয় শিক্ষককে।
পরিবারের পক্ষ থেকে আক্ষেপের সঙ্গে জানানো হয়েছে, শিক্ষক সব সময় ছাত্র-ছাত্রীদের কাছে পিতার সমান। তাদের এই দুষ্কর্ম স্কুল সহ সমাজে খারাপ প্রভাব ফেলে। এই রকম অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন নাবালিকা ছাত্রীর পরিবার।