সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: নাবালিকা মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে, এমনকি অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ধরা হয় ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। পুলিশ জানিয়েছে বছর পনেরোর ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা কুতুব মোল্লা (নাম পরিবর্তিত) গত চার-পাঁচ বছর ধরে তার নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন করছে। ওই নাবালিকার মা প্রতিবাদ করলে মা ও মেয়েকে খুনের হুমকি দেওয়া হত বলে অভিযোগ। তারা বাধা দিতে গেলে ঘুমের ওষুধ খাইয়ে তাদের অচৈতন্য করে দিত। এরপর অভিযুক্ত বাবা নিজের মেয়েকে ধর্ষণ করত। এই নিয়ে ওই নাবালিকার মায়ের সঙ্গে তার বাবার প্রায় গন্ডগোল হত। এমনকি তাকে মারধর করা হত বলে অভিযোগ।
দিনের পর দিন নিজের ও তার মেয়ের উপর স্বামীর এই অত্যাচার সহ্য করতে না পেরে রুখে দাড়ায় ওই গৃহবধূ। তারপর কাশীপুর থানায় এসে স্বামীর কুকর্মের কথা লিখিতভাবে জানায় ওই মহিলা। তারপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে ।
পুলিশ জানিয়েছে নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য জিরানগাছা ব্লক হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি অভিযুক্তকেও ওই হাসপাতলে শারীরিক পরীক্ষার পর বুধবার অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়।