সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: বৃহস্পতিবার ৪,জুলাই :: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা কার্যত বারবার প্রশাসনকে জানিও কোনরকম সূরা হয়নি। অবশেষে বেহাল রাস্তার সরানোর দাবিতে বেহাল রাস্তার ওপর মাছ ধরার জাল ফেলে ও ধান চারা লাগিয়ে অভিনব বিক্ষোভের পন্থা বেছে নিল সিপিএমের কর্মী সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা যায় নামখানা ব্লকের হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সূরাহা হয়নি। বর্ষা হতে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত ।কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে নামখানার এই রাস্তা।
প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে পাশাপাশি নামখানা হাসপাতালে আসার একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তা। এই বেহাল রাস্তার কারণে রোগীর পরিবার ও রোগীর আত্মীয়দের কার্যত ভোগান্তির শিকার হতে হয়। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হাসপাতাল মোড় এলাকায় কার্যত বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী সমর্থকেরা।