সুদেষ্ণা মন্ডল :: নামখানা :: ক্যানিং :: সংবাদ প্রবাহ :: সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে চায় দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এলাকার যুবক ইন্দ্রনীল জানা।দূষণমুক্ত সমাজ গঠন করতে ইন্দ্রনীলের অভিনব উদ্যোগ ইন্দ্রনীলের।স্বপ্নের পথে এখন ছায়া সঙ্গী কাগজের দেশ। ছোট থেকেই রং তুলি হাতে নিয়ে অভাবের সংসারে অনেক কষ্টে বড় হয়েছে ইন্দ্রনীল জানা। ইতিমধ্যেই বাংলার যুবরাজ সৌরভ গাঙ্গুলীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম তুলেছে নামখানার যুবক ইন্দ্রনীল জানা। তবে ইন্দ্রনীলের দুচোখে অন্য আরেক স্বপ্ন।গোটা সুন্দরবন এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে চায় ইন্দ্রনীল।তাই ক্ষতিকর প্লাস্টিক বর্জন করে রংবেরঙের কাগজ দিয়ে ইন্দ্রনীল বানিয়েছে ফুল ফুলদানি থেকে শুরু করে বহু ঘর সাজানোর সামগ্রী।ঠিক এর পাশাপাশি নামখানা ব্লকের বিভিন্ন স্কুলে কাগজের মাধ্যমে ইন্দ্রনীল সাজিয়েছে আস্ত কাগজের দেশ। ইন্দ্রনীলের হাত ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু কচিকাঁচারা ইতিমধ্যেই হয়ে উঠেছে সুদক্ষ কাগজের দেশের কারিগর। ইন্দ্রনীলের হাতের সুদক্ষ নিপুন কারুকার্য ইতিমধ্যেই মন কেড়েছে সুন্দরবনের বহু মানুষের।