নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: শনিবার ১৩,জুলাই :: নামে ৫৬ সংখ্যা সেটি ১০০র ও বেশি। আর এভাবেই প্রত্যেকদিন মাসির বাড়িতে মহানন্দে রাজকীয়ভাবে দেশীয় বিদেশি মেনুতে আতিথিয়তা চলছে জগন্নাথ দেবের।
মায়াপুরের ইসকনে তৈরি করা হয়েছে অস্থায়ী গুন্ডিচা আর সেই গুন্ডিচা মন্দিরে প্রতিদিন তিন বেলা করে ভোগ নিবেদন করা হচ্ছে, জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে। প্রতিদিন ভোর চারটে থেকে ৫০ রান্নার লোক ও সহযোগী মিলে দেশি-বিদেশি মেনু তৈরি করে চলেছে জগন্নাথ দেবের ভোগ নিবেদনে।
আর এভাবেই রথের দিন থেকে শুরু করে উল্টোরথ পর্যন্ত ইসকনের চন্দ্রোদয় মন্দির গুন্ডিচায় ভোগরাক নিবেদন হচ্ছে জগন্নাথ দেবের। কি নেই জগন্নাথ দেবের ভোগের মেনুতে? সাদা অন্য থেকে শুরু করে ডাল সবজি পায়েস মিষ্টি খিচুড়ি এমনকি চাওমিন পাস্তা পোলাও পিজা রাইজা কোপ্তা ছানার ভরা সহ অসংখ্য পদে প্রতিদিন ভোগ নিবেদন করা হচ্ছে। আর সেই প্রসাদ প্রতিদিন হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে