নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৯,মার্চ :: বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালি বোঝায় নাম্বার প্লেট বিহীন লরি আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় চালক কে। আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। জানা যায় পাত্রসায়েরের দিক থেকে একটি নাম্বার প্লেট বিহীন একটি বালি বোঝায় লরি ইন্দাসের দিকে যাচ্ছিল।
ঠিক তখনই খোশবাগ সংলগ্ন এলাকায় ইন্দাস থানা পুলিশের মোবাইল ভ্যানে কর্তব্যরত পুলিশ আধিকারিক গাড়িটির নাম্বার প্লেট না থাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে নাম্বার প্লেট সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক কোনো সদুত্তর দিতে পারেনি।
বালি পরিবহন করছে তার বৈধ নথি চাইলে তাও দিতে পারেনি চালক। এরপরেই বালি গাড়িটিকে সিজ করে পুলিশ। গ্রেফতার করা হয় মিলন রায় নামের ওই চালককে। চালকের বাড়ি পাত্রসায়ের থানা এলাকায়। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতের তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে।